জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট লালচান্দ চা বাগানের সোহাগ (১৩) হত্যা মামলার প্রধান আসামি ফজলু মিয়া (২৫)কে দীর্ঘ আড়াই মাস পর চুনারুঘাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তারের পর নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে।
শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রগুনন্দন রাবার বাগানের গোপন আস্তানা থেকে ফজলু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ফজলু মিয়া উপজেলার লালচান্দ গ্রামের নবীর হোসেনের ছেলে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. আলী আশরাফ গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।