জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মায়ের কোল থেকে পড়ে এক মাসের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে ঈদগাঁপাড়ায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু একই এলাকার মানিকের ছেলে। তাৎক্ষণিকভাবে শিশুটির নাম নামা যায়নি। ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৬ নং (ইউপি) সদস্য আসমতুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। সন্ধ্যার পর মায়ের কোলে ছিল এক মাসের শিশু সন্তান। হঠাৎ অসাবধানতাবশত হাত থেকে পড়ে ইটের গাঁথনির উপর শিশুটির মাথা পড়ে। এতে মাথা ফেটে ঘিলু বের হয়ে রক্তক্ষরণ হতে থাকে। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
‘শুধু ছাত্রদের আন্দোলনে নয়, বিএনপির ১৭ বছরের আন্দোলনে স্বৈরাচারের পতন’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।