জুমবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সেই সঙ্গে আমার প্রয়াত ছোট ভাই কোকোর জন্যও প্রাণখুলে দোয়া করবেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ৫ আগস্টের পর বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, পর্যায়ক্রমে হয়তো আরও অনেক পরিবর্তন হবে। একইসঙ্গে বাড়বে সাধারণ মানুষের প্রত্যাশাও। আমরা যেন সেই প্রত্যাশা পূরণে কাজ করি।
তিনি বলেন, আমাদের দেশ ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আসুন যে বাংলাদেশ স্বাধীন করার জন্য মানুষ জান কোরবান দিয়েছেন তাদেরকেও আমাদের দোয়ায় স্মরণ করি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ স্বাধীনের পর থেকে বিশেষ করে ১৯৯০ এবং পরবর্তীতে যে স্বৈরাচার পালিয়ে গেছে, সেই স্বৈরাচারের দ্বারা গত ১৫ বছরে বিএনপিসহ অন্যান্য বিরোধীদলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম হয়েছেন তাদের জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক কর্মী নয়, তার বাইরেও বহু সাধারণ মানুষ অনেক নির্যাতন ও অত্যাচারিত হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি।
তারেক রহমান বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছেন। ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আসুন আজ আমরা সব শহীদ ও আহতদের জন্য প্রাণখুলে দোয়া করি। আমরা প্রত্যেকে যেন বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে দেশ, সেই দেশ উপহার দিতে পারি।
অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।