মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শকুন্থলা

cid

বিনোদন ডেস্ক : ইন্ডাস্ট্রিতে কিছুতেই যেন শোকের খবর কাটিয়ে উঠা যাচ্ছে না। একজনের মৃত্যুর খবর কাটিয়ে উঠার আগেই আরেকজনের মৃত্যুর খবর উঠে আসছে। জয়শঙ্কর পরিচালিত থ্রিলার সিআইডি শঙ্কর (১৯৭০)-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করে সাড়া ফেলা বিখ্যাত তামিল অভিনেত্রী শকুন্থলা মারা গেছেন।

cid

গত ১৭ সেপ্টেম্বর অভিনেত্রী শকুন্থলার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এ অবস্থায় হঠাৎ বুকে ব্যথা উঠে বেঙ্গালুরুতে মৃত্যু হলো তার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, তেলেগু, মালায়ালাম ও কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিচিত ছিলেন শকুন্থলা। ক্যারিয়ারে অসংখ্য সিনেমা কাজ করলেও শেষ দিকে টেলিভিশন সিরিয়াল ও রিয়েলিটি শোয়ে দেখা গেছে তাকে।

বড়পর্দায় খ্যাতিমান নির্মাতা জয়শঙ্করের সঙ্গে ‘সিআইডি শঙ্কর’-এ অভিনয়ের জন্য ‘সিআইডি শকুন্থলা’ নামেই পরিচিতি লাভ করেন অভিনেত্রী শকুন্থলা।

সেপ্টেম্বরেই আসছে রাফীর ‘মায়া’

এ অভিনেত্রী সাবেকদের মধ্যে অন্যতম একজন, যিনি কিনা পর্দায় খলচরিত্রে অভিনয় করেছিলেন। জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মারুদুর গোপালান রামচন্দ্রনের সঙ্গে ‘ইধায়কান্নি’ সিনেমায় অভিনয় করেছিলেন, যা বিশাল প্রভাব ফেলেছিল তার ক্যারিয়ারে।