আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাহাজ গ্র্যান্ড প্রিন্স ক্রুসের ২১ জন যাত্রীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা জাহাজের যাত্রীদের মধ্যে।
প্রথম ধাপের পরীক্ষার পর জাহাজটির ২১ জন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। প্রথম ধাপে ৩ হাজার ৪শ জন যাত্রীর মধ্যে ৪৬ জন যাত্রীর সবাইকে করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে ১৯ জন ক্রুসহ ২১ জনের করোনা পজেটিভ বলে চিহ্নত হয়েছে।
গেলো দুদিন ধরে ক্যালিফোর্নিয়া উপকূলে রয়েছে জাহাজটি। করোনা ঝুঁকি এড়াতে জাহাজটি বন্দরের অনুমতি দেওয়া হয়নি। চীন থেকে শুরু করে এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা। যুক্তরাষ্ট্রে এখন করোনাতে ১৫ জনের প্রাণহানি ঘটেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।