আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরে অভিযান চালানোর সময় মার্কিন নৌবাহিনীর জাহাজকে বেশ কয়েকবার তেড়ে এসে হয়রানি করেছে ইরানি বেশ কয়েকটি নৌকা। এর পর হুশিয়ারি দেয়ার পর তারা চলে যায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড।
ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, ইরানি বিপ্লবী গার্ডসের ১১টি নৌযান বারবার মার্কিন জাহাজের সম্মুখভাগ থেকে পেছনের দিকে অতিক্রম করে।
খুবই দ্রুতগতিতে তারা আমেরিকান জাহাজের কাছে ঘেঁষেছিল। বুধবার এক বিবৃতিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড এমন খবর দিয়েছে।
এতে বলা হয়, ইরানের এই বিপজ্জনক ও উসকানিমূলক পদক্ষেপে ভুল হিসাব এবং সংঘাতের ঝুঁকি বেড়ে গিয়েছিল। মার্কিন জাহাজের কমান্ডাররা আত্মরক্ষার সহজাত অধিকার রাখেন।
কেন্দ্রীয় কমান্ড জানায়, পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ার ঘণ্টাখানেক পর মার্কিন জাহাজের রেডিও অনুসন্ধানের জবাব দিয়েছে ইরানি নৌযান।
বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরীয় নৌরুট ব্যাহত করছে ইরান। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্বার্থ খর্ব করতে অসম যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। যদিও মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু বানানোর ঘটনা একেবারেই বিরল।
গার্ডিয়ানের খবরে বলা হয়, মার্কিন জাহাজের তিন ফুটের ভেতরে চলে আসে ইরানি নৌকা। ইরানকে দমিয়ে রাখতে ট্রাম্প প্রশাসনের দাবির প্রতি এটি একটি আঘাত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



