মার্কিন বাহিনীর অনুসরণের মুখে থাকা একটি তেল ট্যাংকারকে নিরাপত্তা দিতে আটলান্টিক মহাসাগরে নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে রাশিয়া। বিবিসির সহযোগী মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

ট্যাংকারটি বর্তমানে আইসল্যান্ড ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের মাঝামাঝি অবস্থান করছে। জাহাজটি অতীতে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল পরিবহন করলেও বর্তমানে এতে কোনো তেল নেই বলে দাবি করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, জাহাজটি নিষেধাজ্ঞা ভেঙে ইরানি তেল পরিবহন করেছে।
আগে ‘বেলা ওয়ান’ নামে পরিচিত ট্যাংকারটি পরে নাম বদলে ‘ম্যারিনেরা’ করা হয় এবং গায়ানার পতাকা বাদ দিয়ে রাশিয়ার পতাকায় নিবন্ধিত হয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিকে ঘিরে রাশিয়া একটি সাবমেরিনসহ একাধিক নৌযান মোতায়েন করেছে।
গত মাসে ক্যারিবীয় সাগরে জাহাজটি ভেনেজুয়েলার দিকে যাওয়ার সময় মার্কিন কোস্টগার্ড সেটিতে ওঠার চেষ্টা করে। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজ জব্দের জন্য তাদের কাছে আদালতের অনুমতিও ছিল। পরে জাহাজটি হঠাৎ দিক পরিবর্তন করে ইউরোপের দিকে যাত্রা শুরু করে। একই সময়ে ওই অঞ্চলে একাধিক মার্কিন সামরিক পরিবহন বিমান ও হেলিকপ্টারও দেখা যায়।
রাশিয়া জানিয়েছে, জাহাজটিকে ঘিরে পরিস্থিতি তারা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনে জাহাজটি ডুবিয়ে না দিয়ে দখলে নেওয়ার পরিকল্পনাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার।
এদিকে মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড জানিয়েছে, নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ ও সংশ্লিষ্ট কার্যক্রম মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। পরিস্থিতির প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়ার সক্ষমতা তাদের আছে।
আন্তর্জাতিক আইনে কোনো দেশের পতাকাবাহী জাহাজ সেই দেশের সুরক্ষার আওতায় পড়ে। তবে সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষকদের মতে, নাম ও পতাকা বদলালেও জাহাজটির পরিচয় ও নিষেধাজ্ঞার ইতিহাস পরিবর্তন হয় না। ফলে যুক্তরাষ্ট্র চাইলে আইন প্রয়োগমূলক পদক্ষেপ নিতে পারবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর আটলান্টিকে আন্তর্জাতিক জলসীমায় রুশ পতাকাবাহী জাহাজ হিসেবে ট্যাংকারটি আইন মেনেই চলাচল করছে। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ জাহাজ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পক্ষ থেকে অস্বাভাবিক মাত্রায় নজরদারি চালানো হচ্ছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের সাম্প্রতিক মার্কিন অভিযানের পর এই তেল ট্যাংকার ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


