আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের যত দ্রুত সম্ভব ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন রাখার ব্যাপারে উত্তেজনার মধ্যেই বাইডেন এ আহ্বান জানালেন। খবর বিবিসি’র।
জো বাইডেন বলেছেন, মস্কো ইউক্রেনে আক্রমণ করলে তিনি মার্কিনদের উদ্ধারে সেনা পাঠাবেন না। তিনি সতর্ক করে বলেছেন, ওই অঞ্চলের পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।
ইউক্রেনে হামলার পরিকল্পনার কথা বারবারই নাকচ করে দিয়ে আসছে রাশিয়া। তবে ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি রুশ সৈন্য মোতায়েন রয়েছে।
গতকাল বৃহস্পতিবার থেকে মিত্র দেশ বেলারুশের সঙ্গে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। ইউক্রেন অভিযোগ করেছে, সাগরে প্রবেশে বাধা দিচ্ছে রাশিয়া।
ক্রেমলিন বলেছে, তার সাবেক সোভিয়েত প্রতিবেশী যেন ন্যাটো জোটে যোগ দিতে না পারে, সেটা নিশ্চিত করতে তারা ‘লাল সতর্কতা’ দেখাতে চায়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইউরোপ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তাসংকটের মুখোমুখি হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউক্রেনে থাকা আমেরিকানদের অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। এনবিসি নিউজকে বাইডেন বলেছেন, মার্কিনদের এখনই ইউক্রেন থেকে চলে যাওয়া উচিত।
বাইডেন আরো বলেছেন, এমন নয় যে আমরা কোনো সন্ত্রাসীগোষ্ঠী সামাল দিচ্ছি। আমরা বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনীর মোকাবেলা করছি। খুবই কঠিন পরিস্থিতি, আর সব কিছু দ্রুত বদলে যেতে পারে।
তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরস্পরের দিকে গুলি চালানো শুরু করলে সেটি হবে বিশ্বযুদ্ধ। আমরা এত দিন যে রকম ছিলাম তার চেয়ে ভিন্ন এক দুনিয়ায় বাস করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।