আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ভোগ্যপণ্যের দাম বেড়েই চলেছে। গতকাল (বুধবার) মার্কিন সরকার প্রকাশিত ভোগ্যপণ্যের সূচক থেকে দেখা যায়- এপ্রিল মাস পর্যন্ত গত এক বছরে ভোগ্যপণ্যের দাম বেড়েছে শতকরা ৮.৩ ভাগ। খবর পার্সটুডে’র।
যখন গত ১১ মাস ধরে মুদ্রাস্ফীতি শতকরা ৫ ভাগেরও বেশি বেড়েছে তখন এই ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির সূচক প্রকাশ করা হলো। আমেরিকায় মুদ্রাস্ফীতি গত ৪০ বছরের মধ্যে বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
প্রকাশিত পণ্যমূল্যের সূচক থেকে জানা যাচ্ছে- আমেরিকায় যেসব পণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে তার তালিকায় রয়েছে বাসা ভাড়া, খাদ্য, বিমান ভাড়া, নতুন গাড়ি এবং গ্যাস। মঙ্গলবার অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশে গ্যাসোলিনের দাম রেকর্ড ছুঁয়েছে।
ভোগ্যপণ্যের দাম যখন এভাবে দুরন্ত গতিতে বেড়ে চলেছে তখন ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস বলছে, কর্মজীবী মানুষের ঘণ্টাপ্রতি আয় গড়ে ২.৬ ভাগ কমেছে। দেশে মুদ্রাস্ফীতি এবং নিত্যপণ্যের দামের রেকর্ড সৃষ্টি হলেও চলমান অর্থনৈতিক সংকট নিরসনের ক্ষেত্রে হোয়াইট হাউজের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেই। ফলে সাধারণ মার্কিন নাগরিকদের যথেষ্ট উদ্বেগের মধ্যে দিন কাটাতে হচ্ছে।
করোনা মহামারীর কারণে জো বাইডেনের সরকার যে ১.৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ দিয়েছে তাতে এই মুদ্রাস্ফীতি আরো বেড়েছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।