Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার সিরিয়ায় ইরানের অনুগত মিলিশিয়া বাহিনীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলায় অন্তত ১৭ জন ইরান সমর্থিত যোদ্ধা নিহত হয়। এমন হামলা সিরিয়ায় সন্ত্রাসবাদকে আরও উস্কে দিতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের শীর্ষ কর্মকর্তা আলি শামখানি। শনিবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন।
ইরাকে মার্কিন ও জোট কর্মকর্তাদের ওপর সাম্প্রতিক হামলা এবং ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ক্রমাগত হুমকির জবাবে এই হামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল ।
শামখানি বলেন, আমেরিকা এই হামলা জঙ্গি গোষ্ঠী আইএস-এর কার্যক্রমজে আরও শক্তিশালী করবে। এই অঞ্চলে সন্ত্রাসবাদের পুনর্জাগরণ করতে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা করছে সেটি মোকাবেলা করবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।