মেটার প্রধান মার্ক জুকারবার্গ ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে বাড়ি নির্মাণ নিয়ে বিতর্কে জড়িয়েছেন। টানা আট বছর ধরে চলা নির্মাণ কাজে প্রতিবেশীরা অতিষ্ঠ। এই অসুবিধা লাঘব করতে জুকারবার্গ প্রতিবেশীদের উপহার দিয়েছেন নয়স ক্যানসেলিং হেডফোন ও ওয়াইন।
নির্মাণের শব্দ ও অসুবিধার প্রতিবাদে প্রতিবেশীদের অভিযোগের প্রেক্ষাপটে এই উপহার দেন জুকারবার্গ। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এলাকার নিরবত্ব ও নিরাপত্তা হুমকির মুখে।
জুকারবার্গ ক্রেসেন্ট পার্ক এলাকায় ১১টিরও বেশি সম্পত্তি কিনেছেন। সেখানে চলছে ব্যাপক নির্মাণকাজ। গড়ে উঠছে একাধিক ভবন, অন্যান্য সুযোগ-সুবিধা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণ কাজে তৈরি হচ্ছে ভূগর্ভস্থ বাংকারও। তবে জুকারবার্গ দাবি করেছেন, এটি ডুমসডে শেল্টার নয়। নির্মাণ কাজে রাস্তাঘাট অবরোধ, নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতে এলাকাবাসী অস্বস্তিতে আছেন।
প্রতিবেশীদের অসন্তোষ দূর করতে নানা ধরনের উপহার দিয়েছেন জুকারবার্গ। নির্মাণের সময় প্রতিবেশীদের দেয়া হয়েছে নয়স ক্যানসেলিং হেডফোন।
কিছু প্রতিবেশী এই উদ্যোগকে স্বাগত জানালেও অনেকেই অসন্তুষ্ট। তাদের মতে, বছরের পর বছর ধরে চলা নির্মাণ কাজের অসুবিধা হেডফোন দিয়ে পুষিয়ে দেয়া যাবে না। সামাজিক মাধ্যমেও এই নিয়ে সমালোচনা হচ্ছে।
এলাকাবাসীর চলাচল ব্যাহত হচ্ছে নির্মাণ কাজের কারণে। রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। নিরাপত্তা ব্যবস্থাকে অনেকে অত্যধিক ও হস্তক্ষেপমূলক বলে মনে করছেন।
উচ্চপ্রাচীর, নিরাপত্তা ক্যামেরা ও গার্ডের উপস্থিতি নিয়েও রয়েছে অভিযোগ। পালো আল্টোতে housing সংকটের মধ্যে জুকারবার্গের কাণ্ড নিয়েও প্রশ্ন উঠেছে।
জুকারবার্গের petits উপহার সাময়িক স্বস্তি দিলেও মূল সমস্যার সমাধান হয়নি। স্থানীয় authorities-এর কাছেও বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে।
নির্মাণ কাজ কতদিন চলবে, তা নিয়েও নেই কোন স্পষ্টতা। শেষ পর্যন্ত, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে জুকারবার্গকে আরও সক্রিয় ভূমিকা নেয়ার প্রয়োজন হতে পারে।
মার্ক জুকারবার্গ এর নির্মাণ কাজ নিয়ে টানা আট বছর ধরে চলা এই অস্থিরতা এখনও শেষ হয়নি। প্রতিবেশীদের দেওয়া হেডফোন ও ওয়াইন এই বিরোধের স্থায়ী সমাধান আনতে পারেনি।
Get the latest News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel. For any inquiries, contact: info @ zoombangla.com