নিকট অতীতে Android ফোনের তুলনায় আইফোন ফিচারের দিক থেকে খুবই পিছিয়ে ছিলো। সাধারণত প্রায় সময় অ্যাপল অ্যাপ স্টোরে কোন অ্যাপ অন্তর্ভুক্ত হলে নিঃসন্দেহে সেটি এনড্রয়েডের সাথে পার্থক্য কমানোর জন্যই করা হতো।
অর্থাৎ এনড্রয়েডে একটি এপ্লিকেশন আছে যা অনেক ফিচারে ভরপুর, আইফোন ব্যবহারকারীরা সে সুবিধা পাচ্ছেন না। কাজেই আপল সেই ফিচার যুক্ত করতে বাধ্য হচ্ছে। শুরুর দিকে অ্যাপল এতো ফিচারের পরিবর্তে সাদা-মাটা ও ক্লিন অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের উপহার দিয়েছিলো।
তবে এনড্রয়েডের সাথে পাল্লা দিতে গিয়ে আইফোনেও অনেক নতুন নতুন ফিচার যুক্ত করতে হচ্ছে। আসলে সাধারণ ব্যবহারকারীরা এতো ফিচারের নাম বলতেও পারবে না, তার হ্যান্ডসেটের কোথায় কোন ফিচার অবশিষ্ট আছে, কীভাবে তা ব্যবহার করে এতো বিস্তারিত অনেকেই জানে না।
দিন যত যাচ্ছে এনড্রয়েড ও আইফোন ডিভাইসের মধ্যে পার্থক্য কমে আসছে। এনড্রয়েডের অনেক বৈশিষ্ট্য এখন আইফোনে পাওয়া সম্ভব। এর মধ্যে অনেক ফিচার আছে যা কাস্টোমার হয়তো ১-২ বারের বেশি কখনও ব্যবহার করবে না। গুগল তাদের সেরা স্মার্টফোনের জন্য এসব অপ্রয়োজনীয় মনে করে।
ভয়েস ডিটেকশন, উইজেড এর মতো ফিচার দরকার আছে। তবে হ্যাপটিক ফিডব্যাক, থ্রিডি অবজেক্ট, শেয়ার প্লে ফিচার এসব সাধারণ ইউজাররাও তেমন ব্যবহার করে না।
একটা সময় ছিল যখন অপ্রয়োজনীয় সব ফিচার নিরুৎসাহিত করা হত। স্যামসাং এর মতো কোম্পানিকে প্রকাশ্যে জনসাধারণের চোখে তিরস্কার সহ্য করতে হয়েছিল অতিরিক্ত এমন ফিচার অন্তর্ভুক্ত করার জন্য যা ব্যবহারকারীরা বাস্তবে কখনও ব্যবহার করবেন না, যদিও মাঝেমধ্যে এসব আপ কাজে লাগে।
এখন স্যামসাং অপ্রয়োজনীয় Blot রিমুভ করে দিতে চায়। অতিরিক্ত ফিচার ফোনকে স্লো করে, ডেভেলপমেন্ট এ বাঁধা তৈরি করে, নতুন সমস্যা তৈরি করে। এমন প্রযুক্তি যার মাধ্যমে মোবাইল দিয়ে অন্য দেশ ভ্রমণ করা যাবে এসব ফিচার সরাসরি অপারেটিং সিস্টেমে না থাকাই ভালো। আইফোনের সর্বদা যে সুনাম ছিলো এটি বেশ সিম্পল ও সহজে ব্যবহার করা যায় তা আর থাকবে না। কেননা এনড্রয়েডের মতো ফিচার যোগ করা হচ্ছে আইফোনে যা বিষয়সমূহকে আরও জটিল করতে পারে।
কাজেই স্মার্টফোন নির্মাতাদের উচিত হবে অপ্রয়োজনীয় ফিচার দিয়ে অপারেটিং সিস্টেমকে জটিল না করে কাস্টোমারদের জন্য বেস্ট সার্ভিস প্রদান করা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।