কূটনৈতিক প্রতিবেদক: মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহকে রংপুরের বিখ্যাত ‘হাঁড়িভাঙ্গা আম’ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই আম পাঠানো হয়েছে।
সোমবার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন।
এতে বলা হয়, মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আয়েশা শান সাকির কাছে উপহারের ৫০০ কেজি আম হস্তান্তর করেন বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান।
মালদ্বীপের প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ জানান দেশটির চিফ অব প্রটোকল।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, প্রতিবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের আম উপহার দিয়ে থাকেন, এবারও ব্যতিক্রম হয়নি। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর পদমর্যাদার বাইরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলাকেও আম পাঠানো হয়েছে। নেপালেও আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী লোটে শেরিংও পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের আম। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেও আম উপহার পাঠিয়েছেন প্রধামন্ত্রী
ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান ছাড়াও আরও কয়েকটি দেশের সরকারপ্রধানের জন্য ফলের রাজা আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর দেয়া উপহারের আমের মধ্যে রয়েছে প্রধানত হাঁড়িভাঙ্গা আম। রংপুর এলাকার বিখ্যাত আম হাঁড়িভাঙ্গা অত্যন্ত সুস্বাদু। এই হাঁড়িভাঙ্গা আমই বেশির ভাগ শীর্ষ নেতাদের পাঠানো হচ্ছে। রংপুর অঞ্চলের আম হওয়ায় ভারতীয় গণমাধ্যম এই জাতের আমকে প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির আম হিসেবে উল্লেখ করেছে। তবে হিমসাগর, ফজলি ও ল্যাংড়া আমও প্রধানমন্ত্রীর উপহারের তালিকায় রয়েছে।
আম কূটনীতির পেছনে সরকার কেবল কূটনৈতিক রীতিই নয়, বাংলাদেশের রসালো ফল-ফসলের রপ্তানির সম্ভাবনাও দেখছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



