
মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে আটক থাকা মোট ৭২ জন প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফিরিয়ে এনেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। সাজা শেষ হওয়া ও অপেক্ষমাণ প্রবাসীদের দ্রুত প্রত্যাবাসনে হাইকমিশন সক্রিয়ভাবে কাজ করছে বলে জানা গেছে।
হাইকমিশন সূত্র জানায়, ২০২৪–২০২৫ অর্থবছরে ৪০ জন এবং চলমান ২০২৫–২০২৬ অর্থবছরের মধ্যে আরও ৩২ জন প্রবাসীকে সাজা শেষে জেল থেকে দেশে ফেরানো হয়েছে।
১৩ নভেম্বর হাইকমিশনের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে বলা হয়, ১০ নভেম্বর ২০২৫ তারিখে হাইকমিশনের একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিলান্তিক ক্যাম্প পরিদর্শন করে। বর্তমানে ওই ক্যাম্পে বাংলাদেশি পরিচয়ে আটক রয়েছেন ৫৪ জন।
প্রতিনিধি দল আটক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন, প্রয়োজনীয় সহায়তা প্রদানের পাশাপাশি দ্রুত প্রত্যাবাসনের প্রক্রিয়া জোরদার করেছে। এদের মধ্যে ২৫ জনের ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে এবং বাকিদের পারমিট ইস্যুর প্রক্রিয়া চলছে।
চলতি বছর বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার মোট ১৯টি ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেছে। এসব ক্যাম্পে আটক বাংলাদেশিদের ফেরত পাঠাতে হাইকমিশন ইতোমধ্যে দুই হাজার ২১ জন প্রবাসীর জন্য ট্রাভেল পারমিট ইস্যু করেছে।
হাইকমিশন জানিয়েছে, আটক ও অসহায় প্রবাসীদের দ্রুত দেশে ফেরানো এবং তাদের পরিবারকে সহায়তা করা সরকারের প্রাধান্যপ্রাপ্ত কার্যক্রমগুলোর অন্যতম।
হাইকমিশন জানিয়েছে, আটক প্রবাসীদের সহায়তা এবং ডিটেনশন ক্যাম্প পরিদর্শনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



