জুমবাংলা ডেস্ক : মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আশার খবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার শ্রমিকদের মধ্যে প্রথম ধাপের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও, দেশটি আগামীতে এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা করছে, যেখানে বাংলাদেশ অগ্রাধিকার পাবে।
বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল ও মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই তথ্য জানান। তিনি বলেন, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের মধ্যে প্রথম ধাপে ৭ হাজার ৯২৬ জনের তালিকা চূড়ান্ত হয়েছে এবং খুব শীঘ্রই তারা সেখানে কাজের সুযোগ পাবেন।
বিভিন্ন সূত্রে মালয়েশিয়ার আগামী কয়েক মাসে বিপুল সংখ্যক শ্রমিক নিয়োগের সম্ভাবনার কথা জানা গেছে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী বাংলাদেশকে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ সব রিক্রুটিং এজেন্সিকে লোক পাঠানোর সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে এবং মালয়েশীয় কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছে।
ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সেবায় আসছে প্রযুক্তিনির্ভর পরিবর্তন
এছাড়াও, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসার সমস্যা সমাধানে এবং অবৈধ শ্রমিকদের বৈধকরণের বিষয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়া সরকার জানিয়েছে, বৈধকরণ প্রক্রিয়া মাঝেমধ্যে হয়ে থাকে, তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া শ্রমিকদের ক্ষেত্রে এটি সম্ভব নয়। বৈঠকে সিকিউরিটি গার্ড, কেয়ার গিভার, নার্স এবং দক্ষ কর্মী নিয়োগের বিষয়েও আগ্রহ দেখানো হয়েছে। উপদেষ্টা আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এই আলোচনা ফলপ্রসূ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।