জুমবাংলা ডেস্ক : মালয়েশিয়ায় কর্মরত লাখ লাখ বাংলাদেশি কর্মীর সুবিধার্থে দেশটির সঙ্গে ক্রস বর্ডার ই-কমার্স চান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকায় ডাকভবনে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাসিম। এ সময় একথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, মালয়েশিয়ায় কর্মরত লাখ লাখ বাংলাদেশি কর্মীর সুবিধার্থে দুই দেশের মধ্যে ক্রস বর্ডার ই-কমার্স চালু নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশ ও মালয়েশিয়া ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক তুলে ধরে পলক বলেন, মালয়েশিয়া বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ ও মালয়েশিয়ার কৃষ্টি, সংস্কৃতি প্রায় অভিন্ন হওয়ায় বাংলাদেশের মানুষ বৈদেশিক কর্মক্ষেত্র হিসেবে মালয়েশিয়ায় অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে।
এ সময় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিকনির্দেশনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে অগ্রগতির চিত্র তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন ও প্রজ্ঞাবান নেতৃত্বে বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক জায়গা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। সরকারের বিনিয়োগবান্ধব নীতির এই সুযোগ কাজে লাগাতে মালয়েশিয়া ভূমিকা রাখবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
এসময় ডাক বিভাগকে স্মার্ট করাসহ তথ্য প্রযুক্তি ও টেলিকম খাতে আরও বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। একইসঙ্গে বাংলাদেশে থাকা মালয়েশিয়ার বিনিয়োগের শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধও জানান মালয়েশিয়ার রাষ্ট্রদূত।
হাজনা মো. হাসিম বলেন, বর্তমানে সরকারি বেসরকারি মিলিয়ে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের পরিমাণ ৫ বিলিয়ন ডলার। টেলিকম খাতে রবি আজিয়াটা ও ইডটকো মালয়েশিয়ান কোম্পানি। আমরা বাংলাদেশকে বিশ্বাস করি। আশা করি, ভবিষ্যতে বিনিয়োগের পরিমাণ আরও বাড়বে।
হাইকমিশনার বাংলাদেশের বিভিন্ন খাতের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বিদ্যমান চমৎকার সম্পর্কের জন্য মালয়েশিয়া অত্যন্ত গর্বিত।’
সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।