মাশরাফিকে বাংলাদেশের ‘লিজেন্ড’ হিসেবে বরণ করেছেন সারাদেশে ২০০০ সালে এসএসসি ও ২০০২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিগেস্ট ইভেন্ট’ শিরোনামে আয়োজিত একটি অনুষ্ঠানে মাশরাফিকে এই সম্মাননা দেয়া হয়।
২০০০ সালে এসএসসি ও ২০০২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার শিক্ষার্থী মিলে এই ‘বিগেস্ট ইভেন্ট’ আয়োজন করে। মাশরাফি নিজে এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী হলেও তার সহধর্মিনী সুমনা হক সুমি ২০০০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
অনুষ্ঠানে মাশরাফি উপস্থিত হলে তাকে বাংলাদেশের ‘লিজেন্ড’ হিসেবে বরণ করে নেওয়া হয়। তবে মাশরাফি নিজে এই অভিধায় আপত্তি জানান। তিনি বলেন, ‘আপনারা শুধু আমাকেই লিজেন্ড বলে সম্বোধন করেছেন, এতে আমার আপত্তি আছে। আমি লিজেন্ড হতে পেরেছি কি না, জানি না। তবে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকেই লিজেন্ড, যারা হয়তো ক্যামেরার সামনে আসেন না, যাদের মানুষ কম চেনেন। তাদের অনেকেই অনেক লিজেন্ডারি কাজ করে যাচ্ছেন নিরবে-নিভৃতে।’
দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে মাশরাফি বলেন, আমরা সবাই একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সুন্দর বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন। এখানে আমরা যারা আছি, প্রত্যেকেই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। আসুন, কে ছোট কে বড়— তা বিবেচনা না করে সবাই যার যার জায়গা থেকে দেশের জন্য কাজ করি। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।
এসময় তিনি সংসদ সদস্য হিসেবে নিজ আসন নড়াইল-২ এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
দেশকে এগিয়ে নিতে মাদক-ধর্ষণের মতো বিষয়কে সামাজিক ব্যাধি হিসেবে অভিহিত করেন মাশরাফি। তাই এসব অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের উপস্থিতির মধ্যে আইনজীবী যারা ছিলেন, তাদের প্রতি আহ্বান জানান, মাদক-ধর্ষণের মামলার আসামিদের জন্য তারা যেন অবস্থান না নেন আদালতে। উপস্থিত আইনজীবীরাও তার এই আহ্বানে সাড়া দেবেন বলে জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।