Advertisement
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের ক্রিকেটের উন্নতির পেছনে তার বড় অবদান রয়েছে। এবার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়কের নাম জানান মাশরাফি।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনকেই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক হিসেবে মানছেন মাশরাফি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ যদি এখনো বিশ্বকাপ জেতে তবুও বলব আমার চোখে হাবিবুল বাশার বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক। তিনি সাফল্যের ভিতটা গড়ে দিয়েছেন। অনেকে পূর্বসূরিদের কথা ভুলে যায়। আমার চোখে বাংলাদেশের সেরা অধিনায়ক সুমন ভাই (হাবিবুল)।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।