বিনোদন ডেস্ক : দীর্ঘদিন সেন্সর বোর্ডে আটকে থাকার পর অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘মধ্যবিত্ত’। ৩০ জুলাই পরিচালক তানভীর হাসান হাতে পেয়েছেন ছাড়পত্র। প্রয়াত অভিনেতা মাসুম আজিজ অভিনীত ছবিটি অক্টোবরেই মুক্তি দিতে চান তিনি।
তানভীর হাসান বলেন, ‘আমার জানামতে এটিই মাসুম আজিজ ভাইয়ের অভিনয় করা সম্পূর্ণ এবং শেষ ছবি।
এটির পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। আর কোনো ছবির শুটিং করতে পারেননি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। বলতে পারেন, মধ্যবিত্তের গল্পটি তাঁকে ঘিরেই।
মাসুম আজিজ ছিলেন একাধারে অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারে কাজের মাধ্যমে তার অভিনয়ের শুরু। ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন।
তিনি হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন।
২০০৬ সালে ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম আজিজ। ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন। ২০২২ সালে একুশে পদক পেয়েছেন মাসুম আজিজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।