Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home মাসে পঞ্চাশ হাজার লোকের ক্ষুধা দূর করছেন গুরবিন্দর
    আন্তর্জাতিক

    মাসে পঞ্চাশ হাজার লোকের ক্ষুধা দূর করছেন গুরবিন্দর

    জুমবাংলা নিউজ ডেস্কFebruary 21, 20203 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির হাসপাতালে চিকিৎসা করতে আসা ক্ষুধার্ত গরিব মানুষের মুখে প্রতিদিন পুষ্টিকর অন্ন তুলে দিচ্ছেন গুরবিন্দর সিং ও তাঁর সংগঠন দিল্লি লঙ্গর সেবা সমিতি৷ মাসে পঞ্চাশ হাজার লোকের ক্ষুধা দূর করছেন তাঁরা৷

    বড় রাস্তার একদিকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইমস, উল্টোদিকে সফদরজঙ্গ হাসপাতাল৷ রাজধানী দিল্লির সব চেয়ে বড় দুইটি সরকারি হাসপাতাল৷ প্রতিদিন কয়েক হাজার রোগী, তাঁদের আত্মীয় আসেন এখানে৷ তাঁদের মধ্যে বেশির ভাগ গরিব মানুষ৷ এইমসের এক নম্বর গেটের আশপাশের ছবিই পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে৷ রাস্তার পাশের ফুটপাথেই বসে কয়েকশ মানুষ৷ একপাশে দিল্লি সরকারের রেন বসেরা, মানে রাতে গরিবদের ঘুমনোর জায়গা৷ কিন্তু তাতে খাবার পাওয়া যায় না। পুষ্টিকর ভরপেট খাবার পাওয়া তো দূরের কথা৷ বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে আত্মীয় পরিবার নিয়ে চিকিৎসা করাতে এসেছেন বহু মানুষ। দামি খাবার কিনে খাওয়া তাঁদের পক্ষে অসম্ভব।

    এই অবস্থায় গত পাঁচ বছর ধরে গরিব রোগী ও তাঁদের আত্মীয়দের মুশকিল-আসান হয়ে দেখা দিয়েছে দিল্লি লঙ্গর সেবা সমিতি৷  দিল্লির বিভিন্ন হাসপাতালের সামনে  বিনা পয়সায় তাঁরা দিচ্ছেন পুষ্টিকর খাবার৷ মাসে অন্তত ৫০ হাজার অভুক্ত মানুষের মুখে তাঁরা অন্ন তুলে দিচ্ছেন৷

       

    এইমসের সামনে একটু প্রার্থনার পর শুরু হল খাবার বিতরণ৷ পরিবেশ বান্ধব প্লেটে চারটি রুটি, ডাল, সুজি, এক প্যাকেট বিস্কিট ও জল৷ এই জলও পরিশুদ্ধ৷ রাস্তায় পাত পেতে বসে গিয়েছেন অনেকে। সেখানে তাঁদের পাতে খাবার তুলে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা৷ আলাদা লাইনেও খাবার দেওয়া চলছে৷ বিপন্ন মানুষের মুখে ফুটে উঠছে তৃপ্তির হাসি৷ আর সেই তৃপ্তি ছড়িয়ে যাচ্ছে সেবা সমিতির সেবকদের মুখেও৷

    পাঁচ বছর আগে এইমসের পাশ দিয়ে যেতে গিয়ে লোকের অবস্থা দেখে থমকে দাঁড়িয়ে পড়েছিলেন গুরবিন্দর সিং ভিকি৷ পেশায় ব্যবসায়ী৷ তাঁর মনে হয়েছিল, এই গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়া উচিত৷ সেই থেকে শুরু৷

    গুরবিন্দর জানিয়েছেন, ”এখন দিল্লির এগারোটি হাসপাতালের সামনে আমরা লঙ্গর করে খাবার দিই৷ সব দিন পারি না। তবে প্রতি সপ্তাহে প্রতিটি হাসপাতালে এক থেকে দুই দিন বিনা পয়সায় রোগী ও আত্মীয়দের মুখে খাবার তুলে দিই৷ এইমস ও সফদরজঙ্গে আমরা ভিতরে ঢুকতে পারি না বলে বাইরেই সেবা করি৷ অন্য হাসপাতালে তো ভিতরে গিয়ে খাবার দিয়ে আসি৷ মাসে অন্তত ৫০ হাজার লোকের মুখে খাবার তুলে দিই৷ তিনশ জন স্বেচ্ছাসেবক আমাদের সঙ্গে আছেন৷” পয়সা কোথা থেকে পান? গুরবিন্দারের জবাব, ”শুরু করেছিলাম নিজের পয়সায়৷ তারপর অনেক লোক পয়সা দিচ্ছেন, বেশ কিছু কোম্পানি সাহায্য করছে৷ আমরাও পরিধি বাড়িয়ে যাচ্ছি৷”

    বাইরে তখন লাইন লম্বা হচ্ছে৷ গুড়গাঁও থেকে নিয়ে আসা মেশিনে তৈরি রুটি তখনও গরম৷ গরম ডালও৷ খিদেরমুখে তা অমৃতসমান৷ বিহার থেকে এসেছেন মাঝবয়েসী অলোক৷ হাসপাতালের ভিতরে চিকিৎসাধীন ভাই৷ তিনি বাইরে বসেছিলেন৷ লঙ্গর দেখে দাঁড়িয়ে পড়েছিলেন লাইনে৷ সুস্বাদু খাবার খাওয়ার পর অলোক জানিয়েছেন, ”মনে মনে কৃতঞ্জতা জানিয়েছি এবং প্রার্থণা করেছি, ওদের ভালো হোক৷”

    এই শুভকামনা, প্রার্থনাই তাঁদের মূলধন বলে জানিয়েছেন গুরবিন্দর৷ এইমসের সামনে প্রায় হাজার খানেক লোকের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার পর তাঁর প্রার্থনা হল, ‘‘কামনা করবেন, যেন আরও লোকের মুখে অন্ন তুলে দিতে পারি৷ খিদের বিরুদ্ধে লড়াইয়ে কিছুটা যেন সাফল্য পাই৷’’ সূত্র : ডয়চে ভেলে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে

    ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ৬৬

    November 5, 2025
    মামদানি

    বিজয় ভাষণে ট্রাম্পকে মাত্র চার শব্দে জবাব দিলেন মামদানি

    November 5, 2025
    New York

    নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

    November 5, 2025
    সর্বশেষ খবর
    ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে

    ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ৬৬

    মামদানি

    বিজয় ভাষণে ট্রাম্পকে মাত্র চার শব্দে জবাব দিলেন মামদানি

    New York

    নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

    বিমান বিধ্বস্ত

    উড্ডয়নের পরেই যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৭

    বারাক ওবামা

    মামদানিকে অভিনন্দন জানালেন বারাক ওবামা

    জোহরান মামদানি

    নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

    নিউইয়র্কের মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় জোহরান মামদানির

    Jubin

    জুবিনের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

    ভারতে স্বামীকে অপহরণ

    ভারতে স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ১০

    নবজাতককে বিক্রি করল হাসপাতাল

    টাকা না দিতে পারায় মায়ের কোল থেকে নিয়ে নবজাতককে বিক্রি করল হাসপাতাল!

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.