আন্তর্জাতিক ডেস্ক : টুইটার কেনা উপলক্ষে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়াস সিকিউরিটি কাউন্সিলের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভ। দ্য হিলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (২৮ অক্টোবর) এক টুইটার পোস্টে মেদভেদেভ জানান, ‘ইলন মাস্ক টুইটারকে মতাদর্শিক স্বৈরতন্ত্র ও রাজনৈতিক পক্ষপাত থেকে মুক্ত করতে চান। তিনি তার সৌভাগ্য কামনা করছেন।’
কয়েক মাস ধরে নানা নাটকীয়তার পর অবশেষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনেছেন বলে ঘোষণা দেন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ যানের যন্ত্রাংশ ও স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের সত্ত্বাধিকারী ইলন মাস্ক।
প্রতিষ্ঠানটি কেনার পর এক টুইটার পোস্টে ইলন মাস্ক জানান, তিনি টুইটারকে যেকোনো প্রকার রাজনৈতিক মত ও প্রভাবের বাইরে একটি নিরপেক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তুলতে চান।
তার ইচ্ছা, টুইটার হবে এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে সবার জন্য জায়গা থাকবে এবং সবাই স্বাধীনভাবে তাদের মতামত ও চিন্তাভাবনা প্রকাশ করতে পারবে।
তিনি আরও জানান, ‘প্রকাশ করা মতামত বা বক্তব্য নিয়ে বক্তব্যকে ঘিরে যদি বিতর্ক হয়, তাহলেও তাকে স্বাগত জানাবে টুইটার কর্তৃপক্ষ। কিন্তু এমন কোনো তর্ক বিতর্ককে সমর্থন জানানো হবে না, যা সংঘর্ষ উস্কে দিতে পারে।’ শুক্রবারের শুভেচ্ছা বার্তায় মূলত মাস্কের সেই বক্তব্যের দিকেই ইঙ্গিত করলেন মেদভেদেভ।
কারও খাতা দেখা যাবে না, অভিনব কায়দায় টুপি পরে পরীক্ষা শিক্ষার্থীদের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।