কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজ সোমবার মাস্ক না পড়ার কারণে সাতজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. রোকসানা বেগম উপজেলার প্রধান বাজারে মানুষজন স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা দেখার জন্য আসেন।
এ সময় মুখে মাস্ক না থাকায় সাতজনকে জরিমানা করেন তিনি। ছয়জন ব্যক্তিকে ২ শ’ টাকা করে ও অপর একজনকে ১ শ’ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. রোকসানা বেগম জানান, করোনা সচেতনতায় মানুষজন মাস্ক ব্যবহার করছে কিনা দেখার জন্য বাজারে আসি আমরা। এ সময় সচেতনতা সৃষ্টির জন্য সাতজন ব্যক্তিকে মাস্ক না পড়ার দায়ে জরিমানা করা হয়েছে। এরফলে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে। সবাই মাস্ক ব্যবহার করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।