বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক। সামাজিক যোগাযোগের এ মাধ্যমে দ্রুত বহুসংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়। সকল শ্রেণী-পেশার মানুষের কাছে এটি যোগাযোগের অন্যতম সহজ মাধ্যম। তারকা শিল্পীরাও যুক্ত আছেন এই মাধ্যমে। কিন্তু তারকা শিল্পীদের নামে ফেসবুকে অসংখ্য ভুয়া পেজ ও অ্যাকাউন্ট খোলা হয়। এ নিয়ে বিপাকে পড়তে হয় শিল্পীদের।
এবার ভুয়া পেজ নিয়ে বিপাকে পড়েছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার নাম ও ছবি সম্বলিত একটি ভুয়া পেজ ‘ভেরিফায়েড’ করেছে ফেসবুক। পেজটিতে ফেসবুকের ‘নীল টিক’ পাওয়ার পর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানানো শুরু করলে বিষয়টি নজরে আসে এই চিত্রনায়িকার। ভুয়া পেজটি কীভাবে ‘ভেরিফায়েড’ হলো এ নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।
মাহিয়া মাহি বলেন, ‘আমার ভুয়া পেজটি ভেরিফায়েড হলো কীভাবে? তা আমি বুঝতে পারছি না। ফেসবুকে মানুষ ভেরিফায়েড দেখে নিশ্চিত হয় সেটি আসল, না নকল। কিন্তু সেই অথেনসিটিও তো আর থাকল না। এটা খুবই বিরক্তিকর।’
বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া যায় কি না, সে বিষয়েও ভাবছেন অগ্নি’খ্যাত এই চিত্রনায়িকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



