in ,

মায়ের দাফন শেষ করে এসে শ্বাসকষ্টে ছেলের মৃত্যু

জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (০২ আগস্ট) কয়েক ঘণ্টার ব্যবধানে উপজেলার ৮ নম্বর হাটিলা (পূর্ব) ইউনিয়নের লাওকোরা গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এমন করুণ ঘটনায় শোকাহত। এরূপ ঘটনা দেখে ইউনিয়নের সকল মানুষের সচেতন হওয়া উচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাওকোরা গ্রামের কাজী বাড়ির মৃত আমির হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৬০) কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও গলা ব্যথায় ভুগছিলেন। হাসপাতালে নেওয়ার আগেই সোমবার (২ আগস্ট) দুপুরে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। সন্ধ্যায় মমতাজ বেগমকে দাফন করা হয়।

এদিকে মমতাজ বেগমের দাফনের কিছুক্ষণ পরেই তার বড় ছেলে সোহাগের (৪২) শ্বাসকষ্ট বেড়ে যায়। তাকে পরিবারের লোকজন উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। সোহাগ পেশায় একজন ঠিকাদার ছিলেন। আলীগঞ্জে তিনি তার পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

তার ১ ছেলে ও তিন মেয়ে রয়েছে। মায়ের পর ছেলে সোহাগের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

অনলাইনে খুব সহজে টাকা ইনকাম করার উপায়