লাইফস্টাইল ডেস্ক : শ্রদ্ধা, ভালোবাসা আর ত্যাগের প্রতীক হচ্ছেন মা। এই বিশেষ দিনে, পৃথিবীর সকল মায়েদের প্রতি রইল গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। তোমাদের নিঃস্বার্থ ভালোবাসা, ধৈর্য ও আদরেই গড়ে ওঠে আগামী প্রজন্মের ভবিষ্যৎ।
শুভ মা দিবস!
আন্তর্জাতিক মাতৃ দিবসের দিন মাকে শুভেচ্ছা জানাতে কী লিখে পাঠাবেন ভাবছেন? এখানে রইল সেরা ১০টি বার্তা। বেছে নিতে পারেন এখান থেকেই।
- ছোট থেকে সকল বিপদ আপদে তোমাকেই পাশে পেয়েছি । তোমার হাত ধরেই চিনেছি এই কঠিন জগত। তোমার জন্য আজ এই বিশেষ দিন— শুভ আন্তর্জাতিক মাতৃদিবস। Happy Mother’s Day!
- তোমার বকুনি না খেলে হয়তো আজ মানুষ হতেই পারতাম না। আজ যা কিছু হয়েছি, তা তোমার জন্যই সম্ভব হয়েছে। আন্তর্জাতিক মাতৃদিবসে তোমাকে অনেক অনেক প্রণাম। Happy Mother’s Day!
- তোমার শাসন আমাকে বারবার সঠিক পথ দেখিয়েছে। তুমি আছ, এই ভরসা নিয়ে আমার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। আজ আন্তর্জাতিক মাতৃদিবসে আমার ভালোবাসা, প্রণাম নিও। Happy Mother’s Day!
- মা মানেই ছোটবেলা থেকেই আমার খুব কাছের বন্ধু। কত বন্ধু এসেছে গিয়েছে, কিন্তু তুমি সবসময় পাশে থেকেছ। আজ আন্তর্জাতিক মাতৃদিবসে আমার ভালোবাসা, প্রণাম নিও। Happy Mother’s Day!
- সারাজীবন কত বাধাবিপত্তি। তোমাকে যেন বারবার মিস করি। জানি, তুমি বলেছিলে, তুমি সবসময় আমার সঙ্গে রয়েছ। তোমার সেই কথাই মনে রাখি সবসময়। Happy Mother’s Day!
- তোমার কাছে সব কথা বলা যায়। ছোট থেকেই তোমাকে সবচেয়ে কাছের বন্ধু হিসেবে চিনেছি মা। আন্তর্জাতিক মাতৃদিবসে তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার। Happy Mother’s Day!
- তুমি পাশে থাকলে সব বাধাবিপত্তিই অনায়াসে পেরিয়ে যাওয়া যায়। তুমি থাকলে সব বিপদ এক নিমেষে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। আন্তর্জাতিক মাতৃদিবস অনেক অনেক ভালোবাসা তোমাকে। Happy Mother’s Day!
- মা মানেই আমাদের সবচেয়ে কাছের বন্ধু, বিপদের বন্ধু। আন্তর্জাতিক মাতৃ দিবসে তোমাকে অনেক অনেক ভালোবাসা মা। Happy Mother’s Day!
- যখনই আমি কোনও বিপদে পড়েছি, তখনই তোমাকে পাশে পেয়েছি। আমার কাছে তুমি খুব স্পেশাল মা। আন্তর্জাতিক মাতৃ দিবসে তোমাকে অনেক অনেক ভালোবাসা। Happy Mother’s Day!
- মা মানেই আমাদের সবচেয়ে প্রিয় ঘর। যে ঘরে আমরা শান্তিতে থাকতে পারি। দিনের শেষে যেখানে শান্তির ঘুম হয়। আন্তর্জাতিক মাতৃ দিবসে তোমাকে অনেক অনেক ভালোবাসা। Happy Mother’s Day!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।