জুমবাংলা ডেস্ক : নগদ টাকার জন্য নিজ শিশু সন্তান বিক্রি করে দিলেন বাবা! আর পুলিশের হস্তক্ষেপে মায়ের কোলে ফিরে এলো দেড় বছরের সেই শিশু আব্দুল্লাহ। এমন ঘটনা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়।
গত সোমবার রাতে পুলিশের উপপরিদর্শক রুহুল আমিন পাশের উপজেলা মতলব উত্তরের চরলক্ষ্মী গ্রামের নিঃসন্তান দম্পতির কাছ থেকে শিশুটিকে উদ্ধার করেন। এর আগে বাবা ইমরান হোসেন মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে তার শিশু সন্তান আব্দুল্লাহকে বিক্রি করে দেন ওই দম্পতির কাছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলার বাবুপাড়া এলাকার বাসিন্দা পেশায় পরিচ্ছন্নতা কর্মী ইমরান হোসেন নগদ টাকার বিনিময়ে তার শিশু সন্তান আব্দুল্লাহ মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করে দেন।
এই নিয়ে শিশুটির মা লামিয়া আক্তার থানা পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে মতলব সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মিয়ার নির্দেশে শিশুটিকে উদ্ধার করতে অভিযানে নামেন উপপরিদর্শক রুহুল আমিন।
পরবর্তীতে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মতলব উত্তর উপজেলার চরলক্ষ্মী গ্রামের এক নিঃসন্তান দম্পতির কাছ থেকে শিশু আব্দুল্লাহকে উদ্ধার করেন।
ইমরান হোসেনের স্ত্রী পেশায় ভিক্ষুক লামিয়া আক্তার দাবি করেন, মূলত মা দ কের টাকার জন্যই তাদের শিশু সন্তান অন্যের হাতে তুলে দিয়েছে তার স্বামী।
এদিকে, মঙ্গলবার বিকেলে মতলব সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ইমরান হোসেন পলাতক রয়েছে। তাকে আটক করা গেলে হয়তো জানা যাবে, কি কারণে শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়। এই নিয়ে পুলিশ কাজ শুরু করেছে।
অন্যদিকে, দেড় বছরের শিশু আব্দুল্লাহকে ফিরে পেয়ে দারুণ খুশি মা লামিয়া আক্তার। এসময় সন্তানকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, এই পরিবারে ৫ বছরের আরো একটি কন্যা শিশু সন্তান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।