জুমবাংলা ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম এক বছরের ব্যবধানে মা-বাবা দুজনকেই হারিয়েছেন। এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি। আজ আরটিভিতে রয়েছে তাঁর অভিনীত নাটক ‘বর্ণ’।‘বর্ণ’ নাটক প্রসঙ্গে শেহতাজ বলেন, ‘নাটকটি বেশ আগে করেছিলাম। মনে করতে পারছি না সেভাবে। এমনও হতে পারে, করোনার আগে শুটিং হয়েছিল। ভাষা দিবসে যেহেতু নাটকটি প্রচারিত হবে তাই আমার মনে হয় ভাষাকে নিয়েই গল্প।’আমি দুঃখিত ভুলে যাওয়ার কারণে। অভিনয়ে অনিয়মিত এর কারণ হিসেবে অভিনেত্রী জানান, ‘মা-বাবাকে ঘিরেই ছিল আমার জীবন। বাবা আমার সব কিছু দেখভাল করতেন। কোন কাজটা করব, কোনটা করব না, শিডিউল কবে, কোথায় শুটিং—সব মাথায় রাখতেন বাবা।’ছোটবেলা থেকে এভাবেই বড় হয়েছি। বাবা মারা যাওয়ার পর সব কিছু থমকে গেছে আমার। গুছিয়ে উঠতে উঠতেই মাকে হারালাম। এখনো ট্রমার মধ্যে আছি। এক বছরের মধ্যে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল।একদিকে নতুন সংসার, অন্যদিকে জীবনের সবচেয়ে মূল্যবান দুজনকে হারানো—এটা আমার মতো নরম মনের মেয়ের পক্ষে মানিয়ে নেওয়াটা সহজ নয়। বলতে পারেন আমি যেন নিজেকেই খুঁজে পাচ্ছি না।