বিনোদন ডেস্ক: প্রেম বিয়ে সংসার রাজনীতি এসব নিয়েই আলোচনায় থাকেন পার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তৃণমূল এমপি নুসরাত জাহান। এবার জানা গেলো তিনি মা হতে চলেছেন। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেননি নুসরাত।
তবে এই গুঞ্জনের মাঝেই ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন নুসরাত। এতে একটি ফুলের ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে ছবির পাশে ইংরেজিতে একটি বাক্য লেখা, যার অর্থ, ‘তোমার মতো বেড়ে ওঠো।’
নুসরাতের এই পোস্ট তার মা হওয়ার গুঞ্জনটি আরো উসকে দিয়েছে। নেটিজেনদের ধারণা, অনাগত সন্তানকে উদ্দেশ্য করেই পোস্টটি করেছেন এই অভিনেত্রী।
তার ঘনিষ্ঠমহল সূত্রে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। এক মাস আগেই এই সুখবর পেয়েছেন তারা।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নুসরাতের স্বামী নিখিল জৈন। তিনি বলেছেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘদিন আমার কোনো সম্পর্ক নেই। এই সন্তান আমার নয়।
ধর্মীয় ভেদাভেদ ভুলে বেশ ঘটা করেই ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অ্যাকাউন্ট ঘাটলেই চোখে পড়ত দু’জনের রোমান্টিক ছবি। কিন্তু হঠাৎ করেই তাদের সম্পর্কে চিড় ধরে। এরপর অভিনেতা যশের সঙ্গে নুসরাতের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই বিষয়টি নিয়েও এখনো ধোঁয়াশা রয়েই গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



