
মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন পরিচালক সাইফ চন্দন ও নিরবের পরিবারের এক সদস্য।
জানা যায়, নূরজাহান আলম কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। তার দুটো কিডনিই অকেজো ছিল। তাই নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো। তবে তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পরিচালক সাইফ চন্দন বলেন, ‘আজকে আন্টির ডায়ালাইসিস করার তারিখ ছিল। তবে রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তিনি পূর্ব কাফরুলের বাসায় ছিলেন।’
এদিকে জানা যায়, মরদেহ নিয়ে নিরব ইতোমধ্যে গ্রামেরবাড়ি রাজবাড়ী জেলায় রওনা দিয়েছেন। জানাজা শেষে সন্ধ্যায় বসন্তপুর গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে নূরজাহান আলমকে সমাহিত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


