বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সেই সঙ্গে অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমির মা শেলি খাতুন আর নেই৷ দীর্ঘদিন থেকে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। সোমবার (১৭ জানুয়ারি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
সংবাদমাধ্যমে এই খবরটি গায়িকা সুমি নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সকাল ৭টায় বলেন, ‘আজান পড়ছিল। আমার মা তার ছেলেমেয়ে, নাতি-নাতনির মধ্যে শুয়ে একটু আগে তার শেষ নিঃশ্বাসটা ফেললেন। আমার মা এমন মৃত্যুই চেয়েছিলেন। আল্লাহ তার চাওয়া কবুল করেছেন।’
সেই সঙ্গে আরও বলেন, গত দীর্ঘ চার বছর আমার মা ক্যানসারের সঙ্গে সংগ্রাম করে অবশেষে আজকে হার মানলেন। যেসব ডাক্তার, নার্স, শুভাকাঙ্ক্ষী এই কঠিন পথটাতে আমাদের পরিবারের পাশে ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, খুলনায় জন্ম গ্রহণ করেন এই সংগীতশিল্পী। ২০০২ সালে ‘চিরকুট’ ব্যান্ড গঠন করেন সুমি। ব্যান্ডের প্রধান ভোকালিস্টের দায়িত্ব পালনের পাশাপাশি দলের গান লিখেন সেই সঙ্গে সুর তুলেন গানে। এ ছাড়াও তিনি একজন বিজ্ঞাপনী এজেন্সির প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ক্রিয়েটিভ ডিরেক্টর।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel