জুমবাংলা ডেস্ক : মিগ-২৯ যুদ্ধবিমানের ইঞ্জিন মেরামত, ওভারহল এবং আয়ুষ্কাল বাড়াতে সরবরাহকারী সংস্থাকে অর্থ পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। আরডি-৩৩ নামে ১২টি ইঞ্জিনের এসব কাজের জন্য চার অর্থবছরে প্রায় ৩৮০ কোটি টাকা ব্যয় হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, বিমানবাহিনীর আটটি মিগ-২৯ বি/ইউবি বিমানের মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে চারটির ওভারহল, আয়ুষ্কাল বর্ধিতকরণ ও আধুনিকায়ন করা হয়েছে। বাকি চারটি বিমানের একই কাজ করার লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে চুক্তি করা হয়। বিমানগুলো আগামী অক্টোবর নাগাদ যুদ্ধবিমান বহরে যুক্ত হবে। আটটি বিমান সুষ্ঠুভাবে উড্ডয়ন ও পরিচালনার জন্য ন্যূনতম ১৬টি সচল ইঞ্জিন প্রয়োজন হবে।
চিঠিতে আরও বলা হয়, ১২টি অচল ইঞ্জিনের মধ্যে দুটির ওভারহল করার জন্য ২০২১-২২ অর্থবছরে ইউক্রেনের ইউক্রিনমাশের সঙ্গে একটি চুক্তি হয়। কিন্তু চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় চুক্তির অনুকূলে এলসি প্রদান করা হয়নি। বর্তমানে চুক্তিটি বাতিলের প্রক্রিয়া চলছে।
উড্ডয়নক্ষম রাখতে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে ইঞ্জিন মেরামত ও ওভারহলিংয়ের একাধিকবার চেষ্টা করা হলেও নানা প্রতিবন্ধকতার কারণে চূড়ান্ত করা সম্ভব হয়নি। এ অবস্থায় ১২টি ইঞ্জিন মেরামত, ওভারহল এবং আয়ুষ্কাল বাড়ানো জরুরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।