লেক ভিউ রিসোর্টে মিঠাপুকুর সমিতি, ঢাকা’র পিকনিক আজ

নিজস্ব প্রতিবেদক : মিঠাপুকুর সমিতি, ঢাকা’র বার্ষিক বনভোজন আজ (৮ মার্চ) সাভারের আমিনবাজার মধুমতি মডেল টাউনের লেক ভিউ রিসোর্টে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে রংপুর ৫ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. জাকির হোসেন সরকার ও রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র মো. মোস্তাফিজার রহমানকে সংবর্ধনা দেওয়া হবে।

এতে সভাপতিত্ব করবেন মিঠাপুকুর সমিতি, ঢাকা’র সভাপতি ও সরকারের সাবেক সচিব মো. রেজাউল আহসান।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সমিতির সদস্যদেরকে সুরের মুর্ছনা ও আনন্দে মাতাতে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে রয়েছে বিশেষ কনসার্ট।

সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে বার্ষিক বনভোজনে সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সাধারণ সম্পাদক ড. মোঃ মহসীন আলী মন্ডল প্রিন্স।

এতে মিডিয়া পার্টনার হয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলা.কম।