বিনোদন ডেস্ক : গত ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রশীদ মিথিলা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পরের দিনই মধুচন্দ্রিমার উদ্দেশ্যে দুজনে পাড়ি জমান সুইজারল্যান্ডে। পরবর্তীতে গ্রীসে নিজেদের মতো সময় কাটিয়ে দেশে ফিরেন এই দম্পতি।
এদিকে দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস। কয়েকদিন আগে বর সৃজিত মুখার্জি বাংলাদেশে এসেছিলেন। একটি টেলিভিশন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তারা। নতুন সংসার, বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস। সবকিছু মিলিয়েই এবারের ভালোবাসা দিবস তাদের কাছে একটু বিশেষ।
এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘সময় পেলেই দুই একদিনের জন্য সৃজিতের সঙ্গে দেখা করে আসি। ও চলে আসে। আর এই একসঙ্গে থাকার দিনগুলোই আমার কাছে ভ্যালেন্টাইন ডে।’
ভালোবাসা দিবসে সৃজিত কী উপহার দিলেন? এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘যেহেতু একসঙ্গে থাকার দিনগুলোই ভ্যালেন্টাইন ডে। তাই ওই সময় সৃজিত আমায় যা দিয়েছে সেটাই আমার ভ্যালেন্টাইনের উপহার। ধরুণ, আমরা শপিং করতে গেলাম। সৃজিতের শাড়ি খুব প্রিয়। ও পছন্দ করে শাড়ি কিনে দিল…।’
‘আমি আর সৃজিত সময় খুঁজে বেড়াই। এই ভালোবাসার দিনে আমার মনে হয় সৃজিত আর আমি যে উপহার একে অপরকে দিতে চাই তা হলো—সময়…।’ বলেন মিথিলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



