বিনোদন ডেস্ক: নতুন বছরের প্রথম দিনই ক’রোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। এর ১০ দিন পরে জানালেন, তার ক’রোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তথ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন পরিচালক নিজেই। ক’রোনা থেকে সেরে ওঠায় অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে সৃজিতের ক’রোনা আক্রান্ত হওয়া নিয়ে অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। আবার অন্যদিকে এই সময়ে কেউ কেউ মৃত্যু কামনাও করেছে তার। পোস্টে এমনই লিখলেন সৃজিত। পরিচালক লিখেছেন, ‘অবশেষে রিপোর্ট নেগেটিভ এসেছে। যারা আরোগ্য কামনা করেছেন, উদ্বিগ্ন হয়ে খোঁজ নিয়েছেন, তাদের ধন্যবাদ। পাশাপাশি যারা মৃত্যু কামনা করেছে তাদেরও ধন্যবাদ (তাদের পরেরবার ভুডু করার পরামর্শ দিচ্ছি)।’
সৃজিত ক’রোনা আক্রান্ত হওয়ার কিছুদিনের মধ্যেই মিথিলার মেয়ে আইরা ক’রোনা পজিটিভ হয়। সংবাদমাধ্যমে মিথিলা জানান, আইরা করো’না পজিটিভ। গত ৩ দিন ধরে ওর জ্বর ছিল, তাই বুধবার ক’রোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট পজিটিভ এসেছে। তবে ওষুধ আগে থেকেই চলছিল, এখন ভালো আছে আইরা। এর দুদিন বাদেই আক্রান্ত হন মিথিলা। সৃজিত করো’না মুক্তি হলেও বাকি দুজনের এখনও পজেটিভ। তাই থাকছে হচ্ছে ঘরবন্দি।
এদিকে ভারতে ফের ঊর্ধ্বমুখী করো’না সংক্রমণ। সংক্রমণ ঠেকাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অস্থায়ী হাসপাতাল বানানোসহ ৫ দফা নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
সব রাজ্যকে পাঠানো চিঠিতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। অস্থায়ী হাসপাতাল তৈরি ছাড়াও সব জেলা স্তরে কন্ট্রোল রুম তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে এ চিঠিতে।
একইসঙ্গে কোয়ারেন্টাইনে থাকা রোগীদের ওপর বিশেষ নজরদারি রেখে প্রয়োজনে হাসপাতালে ভর্তি করা এবং কোভিড চিকিৎসার জন্য অক্সিজেন, ওষুধসহ পরিকঠামো বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংক্রমণ ঠেকাতে কোভিড আক্রান্তদের সংস্পর্শে কারা ছিলেন এবং তাদের নিভৃতবাসে পাঠানোর দিকেও বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।