জুমবাংলা ডেস্ক: চিকিৎসা ও আইনি পরামর্শের জন্য বাবার সঙ্গে এখন ঢাকায় অবস্থান করছেন বরগুনায় সন্ত্রাসী হামলায় নি’হত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি।
শনিবার বিকালে লঞ্চ যোগে তিনি বরগুনা থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন এবং রাতেই ঢাকা পৌঁছান। মিন্নির সঙ্গে তার নানা ও আরেক আত্মীয়ও রয়েছেন।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় মিন্নির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে লঞ্চে গণমাধ্যমের সাথে কথা বলেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর।
তিনি জানান, মিন্নির মানসিক অবস্থা খুবই খারাপ। পাশাপাশি শরীরে নানা ধরনের রোগের উপসর্গ দেখা দিয়েছে। তার দ্রুত উন্নত চিকিৎসা জরুরি। কিশোর অভিযোগ করেন, রিমান্ডে নিয়ে তার মেয়েকে পুলিশ নির্যাতন করেছে। তার দুই হাঁটুতে এখনও ব্যথা। তা ছাড়া রিফাত হ’ত্যায় জড়িয়ে পুলিশ অভিযোগপত্র দেওয়ায় মিন্নি দুশ্চিন্তা ও হতাশায় ভুগছে। তাই তাকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হচ্ছে।
আজ মিন্নি তার প্রধান আইনজীবী জেড আই খান পান্নার চেম্বারে তার পক্ষে লড়াই করা সব আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় অভিযোগপত্রের ব্যাপারেও আইনজীবীদের পরামর্শ নেবেন।
রিফাত হ’ত্যা মামলায় ১ সেপ্টেম্বর ২৪ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। ওই অভিযোগপত্রে মিন্নিকে ৭ নম্বর আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে হ’ত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। হাইকোর্টের রায়ে বর্তমানে জামিনে আছেন মিন্নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।