
জুমবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৪টা ১১ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Advertisement
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদফতরের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার।
তিনি জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের ই-ব্লকের ওই বস্তিতে ভোর ৪টা ১১ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১৫ ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৫টা ৪৫ মিনিটে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।