স্পোর্টস ডেস্ক : টসে হেরে ব্যাট করতে নামা ঢাকার ওপেনার তামিম ইকবাল যখন দলীয় এক রানে সাজঘরে ফিরলেন তখন নিশ্চয়ই অধিনায়ক মাশরাফির মুখে চিন্তার রেখা জেগে উঠেছিল। সেই রেখা আরো গভীর করে প্রথম পাঁচ ওভারে ঢাকা তোলে ৩৫ রান ও হারায় তিনটি উইকেট।
এই চোরাবালি থেকে ঢাকাকে টেনে তোলেন মুমিমুল হক ও মাহাদী হাসান। মুমিনুল করেন ৫৮ বলে ৯১ এবং মাহাদী যোগ্য সঙ্গ দিয়ে করেন ৩৬ বলে ৬৮ রান। দু’জনে শুধু ছক্কাই মেরেছেন ১১টি।
প্রথম ১৩ ওভারে ঠিক ১০০ রান তোলা ঢাকা পরের সাত ওভারে রীতিমতো স্টিমরোলার চালিয়েছে খুলনার বোলারদের ওপর। মুমিনুল ও মাহাদী পার্টনারশিপ গড়ে তোলেন ১৬৩ রানের। ১৯তম ওভারের শেষ বলে দলীয় ১৮৮ রানে মুমিনুল ফিরলেও অপরাজিত ছিলেন মাহাদী। শেষ পর্যন্ত ঢাকা তোলে ২০৫ রান।
খুলনার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি মার খেয়েছেন শফিউল ইসলাম, তিনি দিয়েছেন ৫০ রান। এছাড়াও, ফ্রাইলিংক ছাড়া খাবি খেয়েছেন বাকিরাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।