স্পোর্টস ডেস্ক : শেষ হয়ে গেলো বাংলাদেশ জিম্বাবুয়ের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। বাংলাদেশ তিন ম্যাচের সব গুলোতে জয় লাভ করে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে।
আর সিরিজে মধ্য দিয়েই শেষ হয়েছে বাংলাদেশ দলের জীবন্ত লেজেন্ড মাশরাফির অধিনায়কত্ব। তিনি ২০১৪ সাল থেকে টানা ৭ বছর বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। তার অধীনে বাংলাদেশ ৮৮ ম্যাচের মধ্যে ৫০ টি তে জয়লাভ করেছে। তাই তাকে বলা হয় বাংলাদেশের সফল অধিনায়ক।
এই সিরিজে বাংলাদেশ দেখিয়েছে রানের বন্যা। পরপর তিন ম্যাচেই আগে ব্যাটিং করে করেছে ৩০০+ রান। এর আগে কোনো সিরিজেই বাংলাদেশ এতো রান করতে পারেনি।
জিম্বাবুয়ের সাথেও সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, তামিম জিম্বাবুয়ের সাথে ব্যক্তিগত সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন। এই সিরিজে চারটি সেঞ্চুরি করেছে বাংলাদেশ। তার মধ্যে লিটন দাসের দুইটি এবং তামিম ইকবালের দুটি।
তাছাড়া এই সিরিজের দ্বিতীয় ম্যাচে মেহেদী হাসান মিরাজ ব্রান্ডন টেইলরকে অবিশ্বাস্যভাবে রান আউট করেছে। এমন রান আউট ক্রিকেট বিশ্বে দেখাও মুশফকিল। ভিডিওর ৪.৩০ মিনিটে সেই রান আউটের ভিডিও রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।