স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার। এ রিপোর্ট লেখা অবধি ২১ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯৯ রান। অপরাজিত আছেন ওপেনার শাই হোপ (৪৭) এবং রোস্টন চেজ (১)।
মঙ্গলবার (৭ মে) ডাবলিনে ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায়। বাংলাদেশের হয়ে প্রথম ওভারটি করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর বল করেছেন মাশরাফি, মোস্তাফিজরা। ম্যাচের ১৪তম ওভারে দলপতি মাশরাফি সাকিবের হাতে বল তুলে দেন। তার আগে ১৩ ওভারে বিনা উইকেটে উইন্ডিজরা তুলে ফেলে ৭২ রান। আক্রমণে এসে নিজের প্রথম ওভারের শেষ বলে এক রান দেন সাকিব। ১৭তম ওভারে মিরাজকে আক্রমণে আনেন ম্যাশ। দলপতির আস্থার প্রতিদান দিয়েছেন এই স্পিনার।
ইনিংসের ১৭তম ওভারে মিরাজ ফিরিয়ে দেন ওপেনার সুনীল অ্যামব্রিসকে। মাহমুদউল্লাহর হাতে ধরা পড়ার আগে এই ক্যারিবীয়ান ওপেনার করেন ৩৮ রান। ৫০ বলে চারটি বাউন্ডারিতে তিনি এই ইনিংস সাজান। দলীয় ৮৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় উইন্ডিজ। স্কোরবোর্ডে ১ রান যোগ হতেই সাকিব ফিরিয়ে দেন তিন নম্বরে নামা ড্যারেন ব্রাভোকে। উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হওয়ার আগে তিনি করেন ১ রান।

উইন্ডিজ একাদশ: শেন ডরউইচ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, সুনীল অ্যামব্রিস, অ্যাশলে নার্শ, জেসন হোল্ডার, কেমার রোচ, শেলডন কটরেল এবং শ্যানন গ্যাব্রিয়েল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মোর্ত্তজা, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।