জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নানা অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিবসহ দুই শিক্ষককে ১৫ দিনের জেল এবং দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার এসএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালীন উপজেলার বাঁশতৈল কেন্দ্রে এই ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত শিক্ষকরা হলেন- বাঁশতৈল কেন্দ্রের কেন্দ্র সচিব ও বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক নজরুল ইসলাম। বহিষ্কৃত দুই পরীক্ষার্থী মমিত ও সবুজ আল মামুন। তার বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই দুই শিক্ষক এবং কয়েকজন শিক্ষার্থীর যোগসাজশে ইচ্ছেমতো আসন বিন্যাস এবং এক কক্ষের পরীক্ষার্থী আরেক কক্ষে পরীক্ষা দেওয়া, স্মার্ট ফোন ব্যবহারসহ নানা অনিয়ম চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ ঘটনাস্থল বাঁশতৈল কেন্দ্রে যান।
সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে বিজ্ঞান বিভাগের দুই পরীক্ষার্থী মমিত ও সবুজ আল মামুনকে বহিষ্কার করেন।
অপরদিকে এই অনিয়মের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে কেন্দ্র সচিব ইমরান হোসেন এবং ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক বলেন, এসএসসি পরীক্ষা কেন্দ্রে কোন প্রকার অনিয়ম মেনে নেওয়া হবে না। অন্যায় করে কেউ পার পাবে না বলেও তিনি উল্লেখ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।