জুমবাংলা ডেস্ক : বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশকে হত্যার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
এ মামলায় মির্জা আব্বাসসহ ৪৯ জনকে এজহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া আরও অন্তত ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শেষে মির্জা আব্বাসের নেতৃত্বে শাহজাহানপুর থানাধীন কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের সামনে হামলাকারীরা সমবেত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এ ছাড়াও তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ ও পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে। এ সময় তারা পুলিশের অস্ত্রও ছিনিয়ে নিয়ে যায়।
এর আগে বিএনপির সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। ওই মামলায় ইতোমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।