মিশর তাদের নতুন রাজধানী নির্মাণে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। নতুন রাজধানী নির্মাণে তাদের খরচ হবে প্রায় 97 বিলিয়ন ডলার। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে, এর আগে অনেক দেশ বিভিন্ন কারণে তাদের রাজধানী পরিবর্তন করেছে বা নতুন রাজধানী নির্মাণ করতে হয়েছে।
মিশরের নতুন রাজধানী এর দূরত্ব হবে কায়রো থেকে প্রায় ৪৫ কিলোমিটার। নতুন রাজধানীতে যেন নাগরিকদের প্রয়োজনীয় সব ধরনের সুবিধা থাকে সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।
নতুন রাজধানী নির্মাণের দায়িত্ব পেয়েছে দি এডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল ফর আরবান ডেভেলপমেন্ট নামের কোম্পানিটি। ধারণা করা হচ্ছে তাদের নির্মাণ কাজ শেষ হলে মিশরের অভ্যন্তরীণ শিল্প আরও বিকশিত হবে।
ওই অঞ্চলে শপিংমল, হাসপাতাল, মসজিদ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে উঠছে। নতুন রাজধানী নির্মাণের আইডিয়া হোসনি মোবারকের শাসন আমলে দেওয়া হলেও এর মূল কাজ শুরু হয়েছে বর্তমান রাষ্ট্রপতি ফাত্তাহ আল সিসি এর সময়ে।
বর্তমান রাজধানী কায়রোতে অনেক অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছে সাধারণ জনগণ। ট্র্যাফিক জ্যাম সহ নাগরিকদের সুযোগ সুবিধার অনেক অভাব রয়েছে সেখানে। কায়রোর উপর চাপ কমাতে নতুন রাজনীতি সহায়তা করবে বলে মনে করেন অনেকে।
নতুন শহরে যেন যানজট সমস্যা না থাকে এবং ওই শহরকে কেন্দ্র করে যেন অর্থনীতির বিকশিত হয় সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। নতুন রাজধানীকে কেন্দ্র করে মিশরে বিদেশি বিনিয়োগ বাড়বে।
নতুন রাজধানী নির্মাণ হলে বেসরকারি খাত আগের থেকেও আরও সম্ভাবনাময় হয়ে উঠবে। চাকরির বাজার বড় হবে এবং বেকারত্ব সমস্যার কিছুটা সমাধান হতে পারে। তবে কায়রোতে যেসব সমস্যার উদ্ভব হয়েছে তা নতুন রাজধানী নির্মাণে পুরোপুরি সমাধান হবে কিনা তা নিয়ে সমালোচনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।