বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ক্ষোভ ঝাড়লেন বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে। চিত্রনায়ক ইমন ও নিরবের উপস্থাপনায় এক রেডিও অনুষ্ঠানে এসে তিনি মিশা-জায়েদকে নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে মিশাকে কাপুরুষতা ছাড়ার কথা বলেন সানী।
অনুষ্ঠানে সানী বলেন, ‘মিশা আমার বন্ধু, তার অনেকগুণ আছে, কিন্তু সে প্রচুর মিথ্যা কথা বলে। সে কথায় কথায় বলে আমি নামাজ পড়ি, হজ করেছি আরে আমরা কি হজ করিনি, তুই একাই নামাজ পড়িস, হজ করেছিস। তুই একটা কাপুরুষ, কাপুরুষতা কবে ছাড়বি মিশা?’
অনুষ্ঠানে জায়েদ খানের সমালোচনা করে সানী বলেন, ফাজলামির একটা সীমা আছে। এখন শুনলে মনে হয় চলচ্চিত্র সমিতি মানেই জায়েদ খান। সে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বলে কমিটির সিদ্ধান্ত।
সানী বলেন, আমার শ্যালিকা ইরিন জামানের সদস্যপদ বাতিল করা হলো। আমি বিষয়টি মিশাকে দেখতে বললাম। সে উল্টো আমাকে সেক্রেটারির (জায়েদ খান) সাথে কথা বলতে বলল। আরে ব্যাটা আমি কেন তোর সেক্রেটারির সাথে বলবো?
জায়েদ খানকে নিয়ে সানী আরো বলেন, পরকীয়া বা গুঞ্জন সব সময়ই ছিল। কিন্তু এই সময়ে চলচ্চিত্রের মেয়েদের নিয়ে এতো কথা শুনতে হয়। চলচ্চিত্রের মেয়েদের উলঙ্গ করে দিল এই ছেলেটা। একে বহিষ্কার করা উচিৎ।
মিশার প্রসঙ্গ টেনে এনে সানী বলেন, চলচ্চিত্র সভাপতির পদের জন্য মিশা বন্ধুদেরও ভুলে গেল। আসলে এটা ওর কাছে আশা করি না। প্রযোজক সমিতিতে মিশাকে প্রশ্ন করা হয়, ১৮৪ জনকে কেনো সদস্যপদ থেকে সরানো হলো? এই প্রশ্ন করতে সে নির্বিকারভাবে বললো আমি কিছু জানি না। মিশা, এটা কেমন কাপুরুষতা তোমার?
গেল ২৩ আগস্ট চিত্রনায়ক নিরব ও ইমনের সঙ্গী হয়ে লাইভ টেকনোলজিসের লাইভ রেডিও অনুষ্ঠানে এসেছিলেন ওমর সানী। অনুষ্ঠানেই মিশা-জায়েদকে নিয়ে কথা বলেন ‘কুলি’ খ্যাত এ অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।