জুমবাংলা ডেস্ক : ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক কর্মকর্তার বিরুদ্ধে। মঙ্গলবার (৫ নভেম্বর) এই ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তি দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার (অব.)।
দীর্ঘদিন ধরেই রাজধানীর উত্তরখানে নিজ জমি বেদখল করে ভবন নির্মাণের অভিযোগ করে আসছিলেন ভুক্তভোগী শামসুদ্দিন। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে আজ বেশ কয়েকজন শিক্ষার্থী ও সমন্বয়ককে সঙ্গে নিয়ে রাজউকে যান তিনি। এসময় উল্টো তার কাছে মিষ্টি খাওয়ার জন্য এক লাখ টাকা চেয়ে বসেন রাজউকের এক কর্মকর্তা।
এমন অভিযোগের ভিত্তিতে মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকারের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীরা। এসময় পুরো ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন রাজউক চেয়ারম্যান।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel