বিনোদন ডেস্ক : ‘মিসেস বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মুনজারিন অবনী।
Advertisement
শনিবার রাতে গুলশান ক্লাবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেরা দশ প্রতিযোগীকে হারিয়ে মুকুট জয় করে নেন তিনি।
সেরা ১০ প্রতিযোগীর তালিকায় ছিলেন- সুমা নুসরাত, আফরিন রহমান, মাটি সিদ্দিকী, সাবরিনা শারমিন সোনিয়া, আরাফা দিলশাদ, রুমানা হক, সানজিদা সুলতানা, মুনজারিন অবনী, রাবেয়া সুলতানা ও নুসরাত জাহান সামান্তা।
চ্যাম্পিয়ন হওয়া অবনী আগামী নভেম্বরে আমেরিকা মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।