বিনোদন ডেস্ক : চেহারা ‘সুন্দর’ বা ‘অসুন্দর’ তো কারও ব্যক্তিগত কৃতিত্ব বা দোষের বিষয় নয়। তাই শুধু রূপ দিয়ে আর সেরা সুন্দরী নির্বাচন করছে না জার্মানি। এবার ‘মিস জার্মানি’ হয়েছেন দুই সন্তানের এক মা।
সুন্দরী প্রতিযোগিতাগুলো সারা বিশ্বেই এখন সমালোচনার মুখে। সবচেয়ে বড় সমালোচনা- নারীর সৌন্দর্য শুধু চেহারা দিয়ে মূল্যায়ন করা মেধা, চারিত্রিক দৃঢ়তা, কষ্টসাধ্য অর্জনের মতো অনেক কিছুর অবমূল্যায়নের শামিল। মিস জার্মানি প্রতিযোগিতা এই সমালোচনাকে গুরুত্ব দিয়ে গত বছরই ফর্ম্যাটে এনেছিল বড় রকমের পরিবর্তন। তাই সেবার জার্মানির সেরা সুন্দরী হয়েছিলেন ৩৫ বছর বয়সী লিওনি ফন হাসে।