আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড পাথরের খনিতে ভূমিধসে অন্তত অর্ধশত মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে কাচিন রাজ্যের জেড সমৃদ্ধ হপাকান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারী বর্ষণের কারণে ভূমিধস হয়েছে বলে ফেসবুকে জানিয়েছে ফায়ার সার্ভিস দফতর।
৫০ জনের মৃত্যুর খবর জানিয়ে তারা এক বিবৃতিতে বলেছে, ‘জেড খনির শ্রমিকরা মাটির নিচে চাপা পড়েছেন। উদ্ধার প্রক্রিয়া এখনও চলছে।’
ফেসবুক পেজে পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি অনুসন্ধানকারী ও উদ্ধারকারী দল উপত্যকা দিয়ে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন।
মিয়ানমারে মে থেকে অক্টোবরে বৃষ্টির মৌসুমে এই এলাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায় হয়ে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে সবুজ রত্নখচিত পাথর তুলতে যান হতদরিদ্র শ্রমিকরা।
গত বছর এপ্রিলে হপাকান্তের খনি এলাকার একটি পুকুরের উঁচু পাড় ধসে ৫৫ জন শ্রমিকের মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



