আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আজ (বুধবার) অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার ও গুলি সত্ত্বেও মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রয়েছে। খবর পার্সটুডে’র।
মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের কালে শহরে আজ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে দেশটির নিরাপত্তা বাহিনী। সেখানে পাঁচজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। কালে শহরের বিক্ষোভকারীরা অং সান সু চির বেসামরিক সরকার পুনর্বহালের দাবি জানাচ্ছিলেন।