স্পোর্টস ডেস্ক: ডান হাঁটুর অস্ত্রোপচার থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় চলতি মাসের মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরার। আর এই তথ্যটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন গণমাধ্যম।
গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পরাজয়ের পর থেকে আর কোর্টে নামেননি ৩৯ বছর বয়সী এই সুইস তারকা। আগামী সপ্তাহে দোহায় অনুষ্ঠিতব্য কাতার ওপেনের মাধ্যমে তার কোর্টে ফেরার কথা রয়েছে।
এদিকে মিয়ামি হেরাল্ড সূত্র জানিয়েছে, ফেদেরারের এজেন্ট টনি গডসিক ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এই খেলোয়াড়ের মিয়ামি টুর্নামেন্টে না খেলার বিষয়টি নিশ্চিত করেছে।
পত্রিকাটি আরও জানিয়েছে, দোহার পর ফেদেরার হয়তো দুবাইয়ে খেলবেন; কিন্তু তারপর অনুশীলনের জন্য কিছুদিনের বিশ্রামে থাকবেন। ফেদেরার নাম প্রত্যাহার করে নেওয়ায় মিয়ামি টুর্নামেন্টের আকর্ষণ অনেকাংশেই কমে যাবে বলে আয়োজকরা আশঙ্কা প্রকাশ করেছে।
গত বছর কোভিড-১৯ মহামারির কারণে টুর্নামেন্টটি বাতিল হয়ে যাওয়ায় এ বছর আরো আকর্ষণীয়ভাবে তা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। যদিও ফেদেরার নাম প্রত্যাহারের পরও মিয়ামি আয়োজন নিয়ে আশাবাদী আয়োজকরা।
পুরুষ বিভাগে ইতিমধ্যেই অংশগ্রহণ নিশ্চিত করেছেন বিশ্বের শীর্ষ দুই খেলোয়াড় নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। অন্যদিকে নারী বিভাগে খেলবেন সেরেনা উইলিয়ামস ও অস্ট্রেলিয়ান ওপেনের নতুন চ্যাম্পিয়ন নাওমি ওসাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।