আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণ মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ির কয়েক গজের মধ্যেই মিলল বিস্ফোরক ভর্তি একটি গাড়ি। শুধু তাই নয়, গাড়ি থেকে উদ্ধার হল একটি হুমকি চিঠিও। এ নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিস। তদন্তে নেমে ইতোমধ্যেই বেশ কয়েকজনকে জেরাও করেছে মুম্বই পুলিসের ক্রাইম ব্রাঞ্চ।
জিনিউজ২৪ এর এক খবরে জানা যায়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির বাড়ির সমানে থেকে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) নীল রঙের একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার হয়েছে। সেটি থেকে পাওয়া গিয়েছে ২০টি জিলেটিন স্টিক। এছাড়াও চালকের পাশের আসনে পাওয়া গিয়েছে একটি ব্যাগ। সেটি থেকে উদ্ধার হয়েছে একটি হুমকি চিঠি।